আজকাল ওয়েবডেস্ক: বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কাউকে 'মিয়াঁ-টিয়াঁ' বা 'পাকিস্তানি'  বলা নিম্ন রুচির পরিচয় হলেও তা অপরাধ নয়। এমনকি এই ধরনের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলেও মনে করে না দেশের শীর্ষ আদালত।  

মঙ্গলবার বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। মামলাকারী ছিলেন একজন সরকারি আরটিআই বিভাগে কর্মরত উর্দু ট্রান্সলেটর। তাঁর দাবি ছিল, তাঁকে তাঁরই এক সহকর্মী হরি নন্দন সিং 'পাকিস্তানি' বলে অপমান করেছেন। আদালতে মামলাকারী জানান, একটি মামলা সংক্রান্ত কিছু নথি হরিকে দিয়েছিলেন তিনি। কিন্তু হরি প্রথমে তাঁর থেকে সেই নথি নিতে চায়নি। পরবর্তী সময়ে তা নিলেও তাঁর ধর্ম নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। এতেই তিনি অপমানিত হয়েছেন। হরির বিরুদ্ধে তাঁকে ভয় দেখানো এবং চাপ দিয়ে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি। 

এইসব অভিযোগের প্রেক্ষিতেই ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে অপমান করা) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ) ধারায় মামলা রুজু হয় হরির বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেট প্রথমে ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা গ্রহণ করে, তবে প্রমাণের অভাবে বাকি ধারা বাতিল করে দেয়। পরে এই মামলা রাজস্থান হাইকোর্টে যায় এবং সেখান থেকে সুপ্রিম কোর্টে যায়। 

সেই মামলাতেই বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের পর্যবেক্ষণ, ওই মন্তব্য অবশ্যই খারাপ উদ্দেশে করা হয়েছিল। কিন্তু তাকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অপরাধ বলা যায় না। ফলে অভিযুক্তকে নির্দোশ বলে মুক্তি দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।